গ্র্যাজুয়েশনের পর নিজের অর্জনের তালিকায় আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার কৃতিত্বটা থাকলে কিন্তু মন্দ হয় না। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার সুবর্ণ সুযোগ লুফে নিতে পারেন, ক্যারিয়ারে অনেক ধাপ এগিয়ে যেতে পারেন, যদি স্নাতকোত্তর সম্পন্ন করে থাকেন আইবিএ থেকে। আপনার আইবিএ তে এমবিএ করতে পারার স্বপ্ন পূরণ করতে আমরা নিয়ে এসেছি “Math for IBA-MBA Admission Preparation” কোর্সটি।